বিস্তারিত
  • বন্যার্তদের মধ্যে বিশ্বনাথ ইউনাইটেড ইউকের নগদ অর্থ বিতরণ শুরু


    বিশ্বনাথ বিডি ২৪ || 10 July, 2024, 7:56 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ পৌরসভা ও ৮টি ইউনিয়নের বন্যার্ত ৪ শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে নদগ অর্থ বিতরণের কার্যক্রম শুরু করেছে বিশ্বনাথ ইউনাইটেড ইউকে নামের সংগঠন। বুধবার (১০ জুলাই) পৌরশহরের পুরানবাজারস্থ ডাকবাংলোয় আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
    রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথম দিনে বিশ্বনাথ পৌরসভা ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ১২০টি পরিবারের সদস্যদের মধ্যে নগদ ১ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বিশ্বনাথ ইউনাইটেড ইউকে।
    রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তুষারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ দূর্যোগে পড়লে সাথে সাথে প্রবাসীরা মানুষের পাশে দাঁড়ান। বন্যাসহ বিভিন্ন দুর্যোগে উপজেলাবাসীর পাশে দাঁড়িয়ে তারা সহযোগিতা করেন।
    প্রবাসীরা আমাদের গর্ব। প্রবাসীদের সহযোগিতায় আমাদের উপজেলার অনেক অসচ্ছল পরিবারের জীবন-যাপন পরিচালিত হয়। অনেক পরিবারের ভরসাই হচ্ছে প্রবাসী। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাই সবার আগে মানুষের বিপদে এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করেন। এসব প্রবাসীদের জন্য উপজেলারবাসী দুআ আছে, থাকবে।

    উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশনের সভাপতি এ কে এম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী সেলিম, ইউপি সদস্য আব্দুল মালিক হান্নান, শামীম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।

    এসময় সংগঠক আব্দুর রব, জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন সজিব, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসভাপতি নাহিদ আহমদ সুয়েব, শেখ সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক অমিত কুমার পাল, সদস্য সুয়াইব আহমদ, মাহফুজুর রহমান ইমনসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ