বিস্তারিত
  • ছাত্র-অভিভাবকের আন্দোলনে পদ ছাড়লেন,বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ নো’মান আহমদ


    বিশ্বনাথ বিডি ২৪ || 27 August, 2024, 5:28 PM || বিশ্বনাথ


    নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা নো’মান আহমদের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে মাদ্রাসা ক্যাম্পাসে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন ছাত্র-জনতা ও অভিভাবকেরা।

    মাদ্রাসা অধ্যক্ষ নো’মান আহমদ পদ থেকে সরে না দাঁড়ালে বিক্ষোভ করতে থাকেন ছাত্র-জনতা-অভিভাবকেরা। অবশেষে মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা নো’মান আহমদ বিকেল ২টয় সভাপতি বরাবরে লিখিত দিয়ে মাদ্রাসার প্রভাষক মাওলানা নাজিমউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে পদ ছেড়ে দেন নু’মান আহমদ।

    মাদ্র্রাসার অধ্যক্ষ, মাওলানা নো’মান আহমদের পদ ছাড়ার বিষয়টি মাইকে ঘোষনা করে জানিয়ে দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়ালউদ্দিন তালুকদার। তিনি বলেন, লিখিত দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ পদ ছেড়েছেন নো’মান আহমদ। লিখিতটি আমি ছাত্র-অভিভাবক ও জনতাকে দেখিয়ে দিয়েছি।

    এসময় উপস্থিত ছিলেন আর্মি অফিসার সাইদুর রহমান, দৌলতপুর ইনয়িন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, মুরব্বী মীর্জা রুস্তুম বেগ, আব্দুল হান্নান, পৌর জামায়াতের আমির মাষ্ঠার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবহান মেম্বার, বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ থানার এসআই কবির আহমদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, ইটালি প্রবাসী শাহজাহান আহমদ, যুবনেতা শাহজাহান আলী, ময়নুল ইসলাম, দিলোয়ার হোসেন সজিব, নজরুল ইসলাম, ছাত্রনেতা তাজুল ইসলাম সাজু, ফাহিম আহমদ, মুহিবুর রহমান বাদশা, রাসেল আহমদ, আনসার আলী, সুমন আহমদ, আকরাম আহমদ, মেহেদী হাসান মামুন, টিপু খান, মিজানুর, অমি খান, নাঈম ইসলাম, আল-আমিন, তানজিদ, এম এ ইমরান আহমদ, শরীফ আহমদ, নিজামউদ্দিন, শাকিল খান, আ ফ ম বখতিয়ার, হাবিবুর রহমান, ইয়াকুব আলী, অপূর্ব কুমার দাশ, লুৎফুর রহমান, মিছবাহ উদ্দিন, শামীম হোসেন, হাসান আলী মামুন, বাংলাদেশ আর্মি, পুলিশ, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, ছাত্র/ছাত্রীসহ এলাকার বিপুল সংখ্যক মুরব্বিয়ান ও যুবকেরা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ