বিস্তারিত
  • বিশ্বনাথে নিরাপত্তা চেয়ে মফিজ আলী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জিডি


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 September, 2024, 6:36 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: নিজেদের নিরাপত্তা চেয়ে মিছিল নিয়ে সিলেটের বিশ্বনাথ থানায় গিয়ে অবস্থান নিয়েছে প্রায় দুই শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়রি নিলে ও থানা প্রশাসনের আশ্বাসে থানা ত্যাগ করেন বিশ্বনাথ পৌর শহরের হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ থানায়।
    শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, গত ৩-৪দিন ধরে উপজেলায় বালিকাদের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতও দেয় তারা। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এলে স্কুলের প্রধান গেইট তালাবদ্ধ দেখে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট যায় তারা। সেখান থেকে বিকেল ৩টায় মিছিল নিয়ে থানায় গিয়ে তাদের নিরাপত্তা চেয়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
    এসময় থানার ওসি তদন্ত আব্দুস রবের কাছে তারা অভিযোগ করে, তারা আন্দোলন করায় তাদের বেশ কয়েকজনের অভিভাবকদের হুমকি দিচ্ছেন অধ্যক্ষের লোকজন। তাই তারা নিরাপত্তাহীনতায় ভূগতেছেন। পাশাপাশি বিভিন্ন ¯েøাগানে থানা প্রাঙ্গণ মুখরিত করে তুলে তারা।
    এবিষয়ে জানতে চাইলে থানার ওসি তদন্ত আব্দুস রব জানান, শিক্ষার্থীরা এসেছে, আমরা তাদের জিডি নিয়েছি। পুলিশ শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ