বিস্তারিত
  • বিশ্বনাথে ছাত্র-ছাত্রীদের ভালবাসায় সিক্ত শিক্ষিকা শিবানী


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 September, 2024, 7:38 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: ৩১ বছরের কর্মময় জীবনের সমাপ্তি শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের ভালবাসায় সিক্ত হলেন স্কুলের সহকারী শিক্ষিকা। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের অন্তর্গত চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিবানী ভট্টাচার্যের কর্মময় জীবনের সমাপ্তি করে তিনি অবসর গ্রহণ করেছেন।

    এই বিদ্যালয় দিয়েই শিক্ষকতা পেশার শুরু করেন তিনি এবং সুদীর্ঘ যাত্রায় একই স্কুলে দীর্ঘ ৩১ বছর সহকারী শিক্ষিকার বর্ণাঢ্য কর্মজীবন শেষ করে অবসরে যান আজ। তার বিদায়ী সংবর্ধনা শেষ মূহুর্তে বিষাদে পরিনত হয়। কান্নার রুল পড়ে অনুষ্ঠানে আগত অতিথি ও ছাত্র ছাত্রীদের মাঝে।  কান্নায় ভেঙে পড়েন অনেকেই।  বৃহস্পতিবার  ৫ ই সেপ্টেম্বর দুপুরে তার বিদায় উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে প্রাক্তন ছাত্র ছাত্রীরা। এতে আবেগঘন ভালবাসার মধ্যদিয়ে তাকে বিদায় জানানো হয়।  বিদায় সংবর্ধনায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক আব্দুল কাইয়ুম ও মুস্তাক আহমদ এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি রানী দে। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য  রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। অনুভূতি ব্যক্ত বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শিবানী ভট্টাচার্য।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  বিশ্বনাথ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা সাংবাদিক মো. শাহিন উদ্দিন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ,চন্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা রানী দাস,আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা চন্দ্র নাথ।

    এসময় উপস্থিত ছিলেন চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের  সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দেব, ও হাফছা খাতুন।

    অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য ও বিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে বক্তব্য রাখেন,সাবেক শিক্ষার্থী মাওলানা জামাল উদ্দিন,মাওলানা জসিম উদ্দিন,মাওলানা ফেরদৌসুর রহমান,সাজ্জাদুর রহমান,আবু সাইদ, আবু শহিদ ও নুরুল আমিন। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন সাবেক শিক্ষার্থী মাওলানা রুবেল আহমদ, গীতা ও মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নীরব দেবনাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ফাতেমা জান্নাত তাসমিয়া। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শিবানী ভট্টাচার্যকে উপহার প্রধান করা হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ