বিস্তারিত
  • ইলিয়াস আলীর অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা : মামুনুল হক


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 September, 2024, 8:05 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: বাংলাদশে খেলাফত মজলিসের মহাসচবি মাওলানা মামুনুল হক বলছেনে,‘সিলেটের মাটি ও মানুষরে নেতা, এম. ইলিয়াস আলীকে গুমরে পর, তার পরিণতি কি হয়েছিল? সেটা পর্যন্ত তার পরিবার-পরিজন ও দেশবাসীকে জানতে দেয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুণছেন। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরী হওয়া, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্ধান চাই।’
    গত বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতার বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায়, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজারে পথসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে পথসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ র্ধমপ্রাণ মুসল্লিরা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ