বিস্তারিত
  • যুক্তরাজ্যে বিশ্বনাথের জামায়াত-শিবিরের প্রীতি সভা


    বিশ্বনাথ বিডি ২৪ || 07 September, 2024, 6:32 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:: যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়ীত্বশীলদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের ময়দা গ্রিল রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক দ্বীনি নেতা কর্মীদের উপস্থিতিতে সাবেক ছাত্রনেতা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা
    আব্দুর রহিম রঞ্জু ও মকসুদ খানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোস্তাক আহমদ।
    বক্তব্য রাখেন আবুল কাহার আলী, নেছার আহমদ, তালিব উদ্দিন, আছহাব আহমদ, মোহাম্মদ আলী হাদী, আব্দুস সবুর চৌধুরী, আব্দুল জলিল, আমির উদ্দিন, আব্দুল মালিক, সাব্বির উদ্দিন, জামাল উদ্দিন রেজা, আব্দুল বাসিত রফি ,উস্তার খাঁ, হাজী তৈমুছ আলী, আব্দুল ইয়াহইয়া আলকাছ আলী, আব্দুল্লাহ আল ফাহিম, সাহিদ খান, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দিন, আজিজুল রহমান, আব্দুল কাদির, মোহাম্মদ শামসুদ্দিন আহমদ, সাজ্জাদুর রহমান, মাজিদুল হক তায়েফ, মুক্তাদির আহমদ, নায়িম আহমদ, জাহেদ মিয়া, আলিম উদ্দিন খোকন, লিকন আহমদ, নাদিমুল ইসলাম খান, মোহাম্মদ জয়নুল আবেদীন, মোহাম্মদ দিলওয়ার হোসাইন, মোহাম্মদ রাকিব মিয়া, নাদির উদ্দিন, আহতাদ আহমদ আবিদ, আব্দুল কাইয়ুম, শাহজাহান আহমদ সারজি, আব্দুল জলিল, মোহাম্মদ আশরাফজ্জামান সাদ, আব্দুল হাদী, কবির আহমদ, আবুল কাসেম, নাসিম আলী, মোহাম্মদ ইফতেখার হোসাইন, আব্দুল আলিম মুছা, সালমান আহমদ, শাহিন আলম, সাইফুল আলম নাসিম, মোহাম্মদ কামাল হোসাইন, শামীম আহমদ, রুহুল আমীন, আব্দুল আসাদ।
    সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশের মানুষ ন্যায় বিচার ও তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কোরআন হাদিসের আলোকে ন্যায় বিচার ও ইনসাফ ভিত্তিক সুন্দর সমাজ বিনির্মানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
    বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্বৈরশাসকের পতনে প্রাণ আত্মত্যাগকারী শহীদদের স্বরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি বিজয়ীদের মোবারকবাদ জানান। তারা আরো বলেন আমাদের প্রিয় জন্মভূমি বিশ্বনাথসহ গোটা বিশ্বে শান্তি ফিরে আসুক।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ